মধ্যরাতে ছাত্রলীগের মিছিল কর্ণফুলীতে, ভিডিও দেখে গ্রেপ্তার ৪

দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলীতে নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) মধ্যরাতে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার চারজন হলেন—চট্টগ্রাম নগরীর খুলশী তোলাতলী ২ নম্বর গেইট এলাকার আব্দুল শুক্কুরের  ছেলে মো. জিহাদ হোসেন (১৯), সদরঘাট পশ্চিম মাদারবাড়ির মৃত ইদ্রিস হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (১৯), পাঁচলাইশ হিলভিউ আবাসিক ২ নম্বর গেইট এলাকার মোহাম্মদ জালালের ছেলে মো. জলিল আহমেদ রকি (২৪) ও পাঁচলাইশ মেয়র গলি ২ নম্বর গেইট এলাকার মাহবুবুর আলমের ছেলে রেদোয়ান হোসেন হৃদয় (১৯)।

জানা গেছে, ১৭ মার্চ রাত ২টা ৪৫ মিনিটে কর্ণফুলী থানাধীন দক্ষিণ শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তালতলা থেকে টাওয়ারের গোড়া পর্যন্ত সংগঠনটির সদস্যরা লাঠিসোটা, ইট-পাটকেল হাতে নিয়ে মিছিল করে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারা সরকারবিরোধী স্লোগান দিচ্ছিল এবং জনমনে আতঙ্ক তৈরি করছিল।

পরে কর্ণফুলী থানার একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেন।

বিশ্বস্ত সূত্র জানা গেছে, অভিযুক্তরা প্রথমে চাক্তাই ও নতুন ব্রিজ এলাকায় মিছিল করার পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কর্ণফুলী উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় যায় এবং সেখানে ৪-৫ মিনিটের জন্য মিছিল করে দ্রুত বাসে উঠে চলে যায়।

ওসি মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(২)/৮/৯/১০ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

এর সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm