চট্টগ্রামে বর্জ্য থেকে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করতে চায় যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ডিপি ক্লিনটেক। শতভাগ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের (এফডিআই) মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এজন্য সিটি কর্পোরেশনের একটি ডাম্পিং স্টেশনও পরিদর্শন করেছে কোম্পানির কর্মকর্তারা। মিডলইস্ট ও ইন্ডিয়ান সাবকন্টিনেন্টালে প্রতিষ্ঠানটির ১৮টি প্রজেক্ট রয়েছে।
সোমবার (১৭ মার্চ) চট্টগ্রাম নগরীর টাইগারপাসের সিটি কর্পোরেশন কার্যালয়ে মেয়রের সঙ্গে সভা করেন ডিপি ক্লিনটেক ও ইমপ্যাক্ট এনার্জি গ্লোবাল লিমিটেড কনসোর্টিয়ামের প্রতিনিধিরা। সভায় মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে এই প্রস্তাব তুলে ধরা হয়।
মেয়র বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ৩৬ মেগাওয়াট ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করেন।
জানা গেছে, এ প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন হলে তা জাতীয় গ্রিড যুক্ত হবে। বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন প্রায় ৩ হাজার টনের কাছাকাছি বর্জ্য সংগ্রহ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ডিপি ক্লিনটেকের ব্যবস্থাপনা পরিচালক মেথিও মোলেনা, ডিপি ক্লিনটেকের স্থানীয় প্রতিনিধি তারিকুল ইসলাম, মো. মারুফ ও ক্যাপ্টেন জাবেদ।
পরে ডিপি ক্লিনটেকের প্রতিনিধিরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আরেফিন নগরের ওয়েস্ট ডাম্পিং স্টেশন পরিদর্শন করেন।
জানা গেছে, ডিপি ক্লিনটেক নামের যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটির মিডলইস্ট ও ভারতে ১৮টি প্রজেক্ট আছে। এর মধ্যে ১৩টি সংযুক্ত আরব আমিরাতে, সৌদি আরবে ৩টি এবং ভারতে আছে ২টি প্রজেক্ট। চীনে আছে ৯৩টি প্রজেক্ট। আর সবচেয়ে বেশি ৩৫২টি আছে ইউরোপের দেশগুলোতে এবং সর্বনিম্ন ১০টি আফ্রিকায়। একইসঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে আছে ৩৫টি প্রজেক্ট। এছাড়া বিশ্বের অন্যান্য দেশে আরও ২৪টি প্রজেক্ট আছে তাদের।