চট্টগ্রামে চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার, ৩ মোটরসাইকেল উদ্ধার

চট্টগ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই মোটরসাইকেল।

সোমবার (২৬ মে) ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত দু’দিন নগরীর পাঁচলাইশ ও ইপিজেড এলাকায় এই অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা শাখার (উত্তর-দক্ষিণ) একটি দল।

গ্রেপ্তার তিনজন হলেন—চন্দনাইশ উপজেলার উত্তর গাছবাড়িয়া এলাকার আবুল কালামের ছেলে জিসানুর রহমান (২৪), আনোয়ারা উপজেলার বটতলী এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুল মাবুদ (৪২) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নবীর ছেলে ইসমাঈল হোসেন ফাহাদ (১৯)।

ডিবির এসআই ফজলে রাব্বি কাযসার জানান, মুরাদপুর শিক্ষা বোর্ড এলাকা থেকে দুটি মোটরসাইকেল জব্দের পর গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তিতে মইজ্জ্যাররটেক মোড় থেকে আরেকটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি জানায়, উদ্ধারকৃত মোটরসাইকেল ও গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm