পটিয়ার শামসুল হত্যা মামলায় ১০ আসামির জামিন নামঞ্জুর

চট্টগ্রামের পটিয়ার শামসুল আলম হত্যা মামলায় ১০ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৬ মে) চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সৌদ হাসানের আদালত এ আদেশ দেন। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।

১০ আসামিরা হলেন—মো. রফিক (৪৪), মো. মাইনু (২৫), মোহাম্মদ রাজ (২০), রিদ্দু (২২), আবু মোরশেদ (৩৫), মোহাম্মদ মুছা (৪৫), আবু সিদ্দিক ওরফে মিন্টু (৪০), মো. কামাল (৪০), মো. ওসমান (৪০) ও মোহাম্মদ মোস্তাক (৪২)। এছাড়া বয়স বিবেচনায় মো. ফয়েজ আহমদকে জামিন দেওয়া হয়।

বাদি পক্ষের আইনজীবী মো. দেলোয়ার হোসেন বলেন, চাঞ্চল্যকর শামসুল আলম হত্যা মামলায় ১১ জন আসামি আদালতে জামিনের জন্য আবেদন করেন। আদালত একজনকে বয়স বিবেচনায় জামিন দেন। অন্য ১০ জনের জামিন নামঞ্জুর করেন।

গত বছরের ২১ ডিসেম্বর চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা শামসুল আলমকে ভাঙ্গাপুল এলাকায় যুবলীগ নেতা মোহাম্মদ ইউনূচের নেতৃত্বে ১৫-১৬ জন সন্ত্রাসী নির্মমভাবে ছুরিকাঘাতে আহত করে। এসময় তাকে গুরতর আহত অবস্হায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ৩০ ডিসেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় তার স্ত্রী সুমি আকতার বাদি হয়ে ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন পটিয়া থানায়।

নিহত শামসুল আলম (৪৫) পটিয়ার পূর্ব হাইদগাঁও ৬ নং ওয়ার্ডের কালা মিয়ার ছেলে। তিনি পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী ২ নম্বর ওয়ার্ডে পরিবার নিয়ে বসবাস করতেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm