এসএসসির পুনঃনিরীক্ষণে পাস ৬৪, নতুন জিপিএ-৫ পেলো ৬৫ জন

এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে পাস করেছে ৬৪ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।

রোববার (১০ আগস্ট) দুপুরে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফলাফলের বিষয়টি জানান শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

এবারের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন ৩২ হাজার ৩০৭ পরীক্ষার্থী। এর মধ্যে ১ হাজার ৬৬৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনের মধ্যে ফল পরিবর্তন হয়েছে ১ হাজার ৬৬৯ জন শিক্ষার্থীর। এরমধ্যে জিপিএ পরিবর্তন হয়েছে ৬৪৬ জনের এবং ফেল থেকে পাস করেছে ৬৪ জন। একইসঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm