চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ জন।
ডেঙ্গুতে মৃতরা হলেন—রাঙামাটির বাসিন্দা ধুখি চাকমা (৪৯) ও নগরীর চকবাজারের বাসিন্দা তাহসিন আজমি (২৮)।
সোমবার (৪ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, ডেঙ্গু আক্রান্ত ধুখি চাকমাকে ২৫ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত দেড়টার দিকে মারা যান তিনি। তাহসিন আজমি নামে ওই নারী নগরীর চকবাজারের সিরাজদ্দৌলা সড়কের বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর রোববার তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। একই সময়ে নতুন ২০ জনসহ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।
আইএমই/ডিজে