চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদ এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই ক্লাবের অতিথি কক্ষে রাত্রিযাপন করছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, রোববার রাতে হারুন অর রশিদ ক্লাবের একটি নির্দিষ্ট কক্ষে অবস্থান নেন। সোমবার সকাল পর্যন্ত তার কোনো সাড়া না পেয়ে কর্তৃপক্ষ সন্দেহবশত দরজায় নক করে।

সাড়া না পেয়ে দুপুরে দরজা ভেঙে প্রবেশ করলে তাকে বিছানায় নিথর অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসর গ্রহণ করেন।

অবসরের পর তিনি ডেসটিনি-২০০০ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে যুক্ত হন। পরবর্তীতে আলোচিত অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং সেই মামলায় তাকে কারাগারেও যেতে হয়।

এখন পর্যন্ত তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তারা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে তারা জানিয়েছেন।

এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm