টেকনাফে ডাম্পার উল্টে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে ডাম্পার ট্রাক উল্টে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

রোববার (৩ আগস্ট) দুপুর ১২টায় হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা শ্রমিকের নাম এবাদুল্লাহ (২৫)। তিনি উখিয়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ব্লকের বাসিন্দা কামাল হোসেনের ছেলে। তবে আহতদের দুর্ঘটনাস্থলে লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক তাদের ঠিকানা পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

প্রত্যক্ষদর্শী সৈয়দ নুর সিকদার জানান, পালংখালী থেকে বালিভর্তি একটি ডাম্পার ট্রাক টেকনাফমুখি তুলাতুলি বাঁকে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে এক রোহিঙ্গা শ্রমিক মারা যান।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) নুরুল আবছার বলেন, বাইতুল মামুর জামে মসজিদের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর একটি বালুবাহী মিনি ডাম্পার পালংখালী থেকে টেকনাফ যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।

ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm