চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ছাড় থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহ যাচ্ছিলেন।
রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন সীতাকুণ্ড পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আরমান (২২)। তিনি ময়মনসিংহের গৌরীপুর এলাকার আনিস বাউরার ছেলে। নগরীর পতেঙ্গার কাটগড় এলাকায় এক হোটেলের শ্রমিক ছিলেন।
নিহতের বড় ভাই রোমান জানান, বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন তিনি। ছাদে ভ্রমণ করতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে সীতাকুণ্ড মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৬টায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড রেলওয়ে জিআরপি ফাঁড়ি ইনচার্জ আশরাফুল ইসলাম কিছু জানেন না বলে জানান।
জেএস/ডিজে