‘দি হাঙ্গার প্রজেক্ট’ ইনিশিয়েটিভ
ফোর্ব নেটওয়ার্ক, চট্টগ্রাম জেলার আয়োজনে শিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পরিকল্পনা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) চট্টগ্রাম নগরীর চকবাজারের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
ফোর্ব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক এওয়াই এমডি জাফরের সভাপতিত্বে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়।
দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ডক্টর এসএম বেলাল নূর আজীজী, শুভ্র দেব কর, এম্ব্রোজ গোমেজ, এসএম শাহেদ উল্লাহ, জান্নাতুল ফেরদৌস, নোমান উল্লাহ বাহার, আবু হানিফ নোমান, সাহাব উদ্দিন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার জাতীয় ফোরামের কো-অর্ডিনেটর সাদিব বিন ইউসুফ, চট্টগ্রাম আঞ্চলিক ফোরামের কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা ও ইউনিভার্সিটি জেলা ফোরামের কো-অর্ডিনেটর নওরিন তাসনিম খান মাইশা, আরমান সাকিব।
সভাপতির বক্তব্যে অধ্যাপক এওয়াই এমডি জাফর বলেন, চারদিকে বিভাজনের মাত্রা বাড়ছে। আলোকিত সমাজের জন্য প্রতিহিংসা, স্বার্থপরতা থেকে বের হয়ে আমরা সবাই যার যার অবস্থান থেকে, নিজ নিজ দায়িত্ব পালন করলে এবং অন্যকে সম্পৃক্ত করতে পারলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়া সম্ভব। বিশেষত আমাদের পরমতসহিষ্ণুতা অর্জন করা বেশি জরুরি।