চট্টগ্রামে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের আকস্মিক মিছিল, চার পুলিশ ক্লোজড

চট্টগ্রাম নগরীর চকবাজারের চট্টেশ্বরী সড়কে ‘নিষিদ্ধঘোষিত’ ছাত্রলীগের আকস্মিক মিছিল বের হওয়ায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চার সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১ ডিসেম্বর) রাতে বিষয়টি গোপনে সামলানো হয়। ক্লোজড করা সদস্যদের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিনজন কনস্টেবল রয়েছেন, যারা চকবাজার থানায় দায়িত্ব পালন করছিলেন। পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।

উপকমিশনার মোহাম্মদ ফয়সল আহমেদ বিষয়টি শুনেছেন, তবে বিস্তারিত মন্তব্য করেননি। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চারজন টহলদার মিছিলের খবর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

গত শনিবার (২৯ নভেম্বর) সকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি দল বার্জার পেইন্টস অফিসের সামনে আকস্মিক মিছিল বের করে। মিছিলে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবে পুলিশ পৌঁছানোর আগে নেতা-কর্মীরা সরে যায়।

সাম্প্রতিক বছরগুলোতে চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের আকস্মিক মিছিলের ঘটনায় বহু পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

ksrm