চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট এক নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতুল ফেরদৈস নামে এক নারীর মৃত্যু হয়েছে।

ন্যাশনাল হাসপাতালের বিপরীতে বৈদ্যুতিক খুঁটির সাথে স্পর্শ হওয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই নারী। পরে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাত বারোটায় এই দুর্ঘটনা ঘটে। জান্নাতুলের বাড়ি রাউজানের নোয়াপাড়ায়।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ন্যাশনাল হাসপাতালে পাশের গলিতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বৈদ্যুতিক খুটি বিদ্যুতায়িত থাকায় এবং খুঁটির নিচের বৃষ্টির পানি জমে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন জান্নাতুল। পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm