বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় আন্দরকিল্লা ঐক্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য একুশে পদক প্রাপ্ত ড. জিনবোধি ভিক্ষু।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশে সকল নাগরিকের অধিকার নিশ্চিতে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে সকল রাজনৈতিক দল ক্ষমতায় গেলেও বাংলাদেশের স্বাধীন সারভৌমত্ব রাষ্ট্র গঠনে তাগিদ থাকলেও দীর্ঘসময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় ৩৭ বছর মানবাধিকার আন্দোলনের নিজেদের মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই আজও চালিয়ে যাচ্ছে। বর্তমানে রাষ্ট্র ব্যবস্থায় ঐক্য পরিষদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে মানবাধিকার লড়াইকে রাজনৈতিক লড়াইয়ে রূপান্তরিত করতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খ্রিস্টান নেতা জিওন ব্যাপটিস চার্চের পুরোহিত প্যাস্টর অসাই ত্রিপুরা। তিনি বলেন, এই দেশে আমাদেরকে বেঁচে থাকতে হলে সবাই ঐক্যবদ্ধ থেকে নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
সংগঠনের সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজল, যামিনী কুমার দে, আশুতোষ সরকার, ডা. তপন তপন কান্তি দাশ, সুকান্ত দত্ত, সুমন কান্তি দে, অলক দাশ, মিনু রাণী দেবী, অ্যাড. রুবেল পাল, অধ্যাপক শিপুল কুমার দে, মৃদুল চৌধুরী, নিত্য গোপাল দেব, সীমান্ত দত্ত রিজু।
পরে কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ঐক্য পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।