চট্টগ্রামে রথযাত্রায় তিন রুটে চলবে উৎসব, বন্ধ থাকবে যেসব সড়ক

চট্টগ্রাম নগরীতে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে শুক্রবার (২৭ জুন) দুপুর ২টা থেকে বিভিন্ন সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করবে মহানগর পুলিশ।

নগরীতে এবারের রথযাত্রা তিনটি পৃথক স্থান থেকে শুরু হবে—নন্দনকাননের তুলসীধাম, ইসকন রাধামাধব মন্দির এবং প্রবর্তক মোড়ের ইসকন মন্দির থেকে।

তুলসীধাম থেকে বের হওয়া রথযাত্রা ঘুরে আসবে রাইফেল ক্লাব, নিউমার্কেট, কোতোয়ালী, লালদীঘি, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, কাজীর দেউরি হয়ে একই স্থানে শেষ হবে।

রাধামাধব ইসকন মন্দিরের রথযাত্রা ডিসি হিল থেকে শুরু হয়ে চেরাগী পাহাড়, লালদীঘি, নিউমার্কেট হয়ে শেষ হবে নন্দনকানন ২ নম্বর গলির মুখে।

প্রবর্তক ইসকনের রথযাত্রা ঘুরবে মিমি সুপার মার্কেট, মেহেদীবাগ, কাজীর দেউরি, আন্দরকিল্লা, লালদীঘি, সিনেমা প্যালেস হয়ে কে সি দে রোডে গিয়ে শেষ হবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, রথযাত্রা ঘিরে দুপুর ২টা থেকে নগরীর বাদশা মিয়া সড়ক, ওয়াসা মোড়, রেডিসন ব্লু, নেভাল মোড়, এনায়েত বাজার, নিউমার্কেট, কোতোয়ালী, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, সিনেমা প্যালেসসহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

নগরবাসীকে এসব সড়ক এড়িয়ে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm