চন্দনাইশের রাধামাধব সেবাশ্রমে জগন্নাথ দেবের রথযাত্রায় নানান আয়োজন

চট্টগ্রামের চন্দনাইশের শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রমে (হরিমন্দির) জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) ভোর থেকে কীর্তন, পূজা, ভোগ, নতুন রথ উদ্বোধন এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে।

এদিন ভোর ৫টায় ঊষা কীর্তনের আয়োজন করা হয়েছে। এরপর সকাল ১১টায় নতুন রথের উদ্বোধন করবেন রূপক বৈদ্য ও রিংকু বৈদ্য। স্বর্গীয় গোপাল কৃষ্ণ বৈদ্য ও আলো রাণী বৈদ্যের স্মৃতিরক্ষার্থে এ রথ উৎসর্গ করা হয়েছে।

দুপুর ১২টায় জগন্নাথ দেবের পূজা ও ভোগ নিবেদন করা হবে। দুপুর ১টায় ভক্তদের মহাপ্রসাদের বিতরণ করা হবে।

বিকাল ৩টায় রথ শুচিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা পরিক্রমা করবে।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি রূপক বৈদ্য ও সাধারণ সম্পাদক বিকাশ শীল ভক্তদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

এছাড়া ৫ জুলাই শনিবার মন্দিরে উল্টো রথ পরিক্রমা অনুষ্ঠিত হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm