চট্টগ্রামে শুরু টিসিজেএ–ইস্পাহানি রিপোর্টিং–ডকুমেন্টারি অ্যাওয়ার্ড, প্রথম বিচারের পর্ব সম্পন্ন

চট্টগ্রামে টিসিজেএ–ইস্পাহানি বেস্ট রিপোর্টিং ও ডকুমেন্টারি অ্যাওয়ার্ড ২০২৫-এর বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর জামাল খান এলাকার মোমিন রোডের একটি হলরুমে জুরিবোর্ড প্রথম বিচারের পর্ব পরিচালনা করে।

‘লেন্সের ভেতর সত্য, প্রতিবেদনে দায়িত্ব’ শীর্ষক এ নিয়মিত দ্বি–বার্ষিক আয়োজনে চিত্রসাংবাদিকদের জমা দেওয়া কাজ মূল্যায়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছরের প্রতিযোগিতা এগিয়ে গেল।

জুরিবোর্ডে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রওশন সোমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুবীর মহাজন এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্যামেরা অপারেটর ও ডিরেক্টর অব ফটোগ্রাফি সৌমেন গুহ। তাঁরা জমা পড়া রিপোর্ট ও ডকুমেন্টারি বিভিন্ন ক্যাটাগরিতে পর্যবেক্ষণ করছেন।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীব, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী, অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর, সদস্য দীপংকর দাশ, সুমন গোস্বামী ও রবিউল হোসেন।

আয়োজনে অংশ নেওয়া প্রতিবেদক ও নির্মাতারা তাঁদের জমা দেওয়া কাজের মানদণ্ডেই মূল্যায়িত হবেন বলে জানান অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর। ইস্পাহানি মির্জাপুর চা পুরো আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে।

ksrm