চট্টগ্রাম নগরে ইংরেজি নামফলক থাকলে গুনতে হচ্ছে জরিমানা

0

ভাষার মাস ফেব্রুয়ারির শুরুতেই চট্টগ্রাম নগরীতে ব্যবসা প্রতিষ্ঠানের ইংরেজিতে লেখা নামফলকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়াও ইংরেজি হরফে লেখা নামফলকগুলো (সাইনবোর্ড) কালো কালি লাগিয়ে দিচ্ছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কাজীর দেউড়ি মোড়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে মারুফা বেগম বলেন, ‘নামফলকে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল চসিক। এছাড়া চসিকের ট্রেড লাইসেন্স শাখা থেকেও সচেতন করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার থেকে আমরা অভিযান শুরু করেছি। প্রথম দিন কাজীর দেউড়ি মোড়ের এলিগ্যান্ট সিরামিকসহ কয়েকটি প্রতিষ্ঠানকে ইংরেজি নামফলকের জন্য জরিমানা করা হয়েছে। এছাড়া ইংরেজি নামফলকে কালো রং লাগিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm