চন্দনাইশের হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে শহিদুল হত্যা মামলার এক পলাতক আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির নাম মো। মকবুল ওরফে মহিবুল্লাহ (৩৫)। তিনি ধোপাছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পশ্চিম ধোপাছড়ি চরপাড়া এলাকার রহমত উল্লাহর ছেলে।

রোববার (১৫ জুন) বিকালে কক্সবাজার জেলার মহেশখালী এলাকা থেকে পলাতক তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড পশ্চিম ধোপাছড়ি চেয়ারম্যান পাড়ায় শহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে খুন করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা মামলা পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm