লোহাগাড়ায় করোনা প্রতিরোধে যুব রেড ক্রিসেন্টের লিফলেট ও মাস্ক বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে যুব রেড ক্রিসেন্ট।

সোমবার (১৬ জুন) রেড ক্রিসেন্ট সোসাইটির অন্তর্ভুক্ত যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন উপজেলা টিমের উদ্যোগে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়।

করোনার নতুন ভ্যারিয়েন্টের লক্ষণগুলো সম্পর্কে সাধারণ জনগণকে অবহিতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন।

এসময় লোহাগাড়া উপজেলা টিমের প্রতিনিধি আবদুল্লা আল কায়েস, লোহাগাড়া উপজেলা টিমের যুব সদস্য স্বরূপম দেবনাথ, আবতাহি বখতেয়ার, সাবরিনা, উম্মে ছাইবা, তোয়াহিন চৌধুরী ও আসরার হোসাইন ছমিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

যুব রেড ক্রিসেন্ট লোহাগাড়া উপজেলা টিম প্রতিনিধি আবদুল আল কায়েস বলেন, ‘কোভিড ওমিক্রন এক্সবিবি’ ভ্যারিয়েন্ট বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় বেশি সংক্রামক হলেও তুলনামূলকভাবে মৃদু লক্ষণ সৃষ্টি করে। তবে এটি দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বয়স্ক, দুর্বল রোগ-প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। ব্যক্তিগত ও সামাজিক সতর্কতা অবলম্বনের মাধ্যমেই এই ভ্যারিয়েন্টের বিস্তার রোধ করা সম্ভব।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm