টেরিবাজারের গোডাউনে মিললো হালিশহর থেকে চুরি হওয়া কাপড়ের রোল

বন্দরের আমদানি পণ্য চুরিতে বড় চক্র, ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে বিদেশি পণ্য আসলেই তৎপর হয়ে ওঠে চোরচক্র। বন্দরের আশপাশের এলাকা থেকে নজরদারিতে থাকে তারা, আমদানি করা এসব পণ্য পরিবহনের সময় সুযোগ বুঝে গায়েব করা হয় মূল্যবান চালান। এভাবে লাখ লাখ টাকা পণ্য চুরি করেছে এ চক্র। এ চক্রের চার সদস্য ধরা পড়েছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে। মূলত সম্প্রতি চুরি হওয়ার কাপড়ের রোলের ঘটনার তদন্তের পর ধরা পড়ে তারা। চোরাই কাপড়ের রোলগুলো নগরীর টেরিবাজারের একটি গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে।

টেরিবাজারের গোডাউনে মিললো হালিশহর থেকে চুরি হওয়া কাপড়ের রোল 1

রোববার (১৫ জুন) রাতে হালিশহর ও বন্দর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. আকবর আলী (২৬), মো. শহিদুল ইসলাম জীবন (২৭), মো. আব্দুল করিম হৃদয় (২৭) এবং মো. হাছান (২৬)।

ডিবি পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৬ জুন বিকাল সাড়ে ৪টার দিকে হালিশহরের বড়পোল এলাকার একটি গোডাউনের সামনে ২২০ রোল কাপড়বোঝাই একটি কাভার্ডভ্যান পার্কিংয়ে রেখে চালক ঈদের ছুটিতে নিজ বাড়িতে যান। ছুটি শেষে ৮ জুন ফিরে এসে তিনি দেখেন, কাভার্ডভ্যানের তালা ভাঙা। পরে মালিকপক্ষ এসে নিশ্চিত করেন— ভ্যান থেকে ৫১টি কাপড়ের রোল চুরি হয়ে গেছে।

এরপর হালিশহর থানায় মামলা হলে তদন্তে নামে নগর গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর ও বন্দর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। চোরচক্রের দেওয়া তথ্য অনুযায়ী, চুরি হওয়া কাপড়ের রোলগুলো নগরীর টেরিবাজার এলাকার একটি গোডাউন থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৬৫ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকার সক্রিয় পেশাদার চোরচক্রের সদস্য। আমদানিকৃত পণ্য পরিবহনের সময় তারা সুযোগ বুঝে মালামাল চুরি করে। পরে তা অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

টিডি/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm