চবিতে আরও একদিন বহাল ১৪৪ ধারা, ৪ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত সব পরীক্ষা

স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সীমা বাড়ানো হয়।

এর আগে রোববার চবি’র ২ নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে পূর্বদিকে রেলগেইট পর্যন্ত ৩১ আগস্ট দুপুর ২টা থেকে ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। এই সময়ের মধ্যে ওই এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র এবং সকল ধরনের দেশীয় অস্ত্র বহন এবং ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চবি উপ-উপাচার্যসহ প্রায় ১৮০ জনের বেশি শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য একজনকে নেওয়া হয়েছে ঢাকা।

৪ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিত

এদিকে সংঘর্ষের ঘটনার পর আগামী ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত সকল বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল বিভাগ বা ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ জানান, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কয়েকদিনের অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। এরপরের সব পরীক্ষা রুটিন অনুযায়ী চলবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm