পটিয়ায় পৃথক দুর্ঘটনায় একদিনে ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় একদিনে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন সড়ক দুর্ঘটনায় ও অপরজন পুকুরে ডুবে মারা যান।

সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার পৃথক পৃথক জায়গায় এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে ধলঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঈশ্বরখাইন গ্রামে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় কাজী জাফর আহমেদ (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃত দানু মিয়ার ছেলে।

সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া পৌর সদরের কাগজী পাড়া এলাকায় হাবিবা আক্তার (৭) নামে এক শিশু আহত হয়। বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে হাবিবা আক্তার খালার বাড়িতে বেড়াতে এসে রিকশাচাপায় গুরুতর আহত হয় সে। তাকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফুলকলি ফ্যাক্টরির পাশে অজ্ঞাত যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ব্রাহ্মণবাড়িয়া সদরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন রোভার স্কাউট সদস্য—রোবান রাহাত জুবায়ের ইব্রাহিম, তাজবির ও মোহাম্মদ শাহরিয়ার। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়গুলো খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm