চন্দনাইশে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে সাপের কামড়ে যোহরা আকতার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (৩১ আগস্ট) রাতে চন্দনাইশ উপজেলার ৪ নম্বর বরকল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ির এলাকার মোহাম্মদ মঈনউদ্দীন সিকদারের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

যোহরা আকতার (১৩) রিকশাচালক মোহাম্মদ মঈনউদ্দীন সিকদারের ছোট মেয়ে। সে বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ আগস্ট রাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী যোহরা আকতার ঘরে পড়ার সময় তাকে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ১ সেপ্টেম্বর সকালে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দীন জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাকে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm