চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) রাত দেড়টার দিকে চান্দগাঁও থানার রিভার প্যালেস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন—রাঙামাটি জেলার কাপ্তাই থানার নতুন বাজার এলাকার বাবুল দাশের ছেলে জিন্টু দাস (৩১), রাউজান উপজেলার নোয়াপাড়ার আহামদুল হকের ছেলে মো. রায়হান (২৬), পাহাড়তলী অলঙ্কার বাসনতি এলাকার তিস্তাই ইসলাম আসমা (২৪) ও চান্দগাঁও মোহরা এলাকার কাজিরহাট এলাকার ছেনোয়ারা বেগম (৩৫)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। অভিযানে হোটেল কক্ষ থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তারা সেখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেজে/ডিজে