দলীয় কর্মসূচি পালনের সময় চোখে আঘাত পান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরেফিন রিয়াদ। তার খবরাখবর নিতে ছুটে গেছেন মানবাধিকারকর্মী ও দলীয় সহযোদ্ধারা।
রোববার (১৮ মে) বোয়ালখাালীতে রিয়াদের বাড়িতে যান কয়েকজন ছাত্রদল নেতা ও মানবাধিকারকর্মী বিপ্লব পার্থ।
জানা গেছে, দলীয় কর্মসূচি পালনের সময় পুলিশ তাকে বেধড়ক মারধর করে। এ সময় তার চোখ আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু তারপরও চালিয়ে গেছেন আন্দোলন সংগ্রাম। চিকিৎসক পরামর্শ দিলেও দীর্ঘদিন উন্নত চিকিৎসা নিতে পারেননি তিনি। সমস্যা আরও জটিল হওয়ায় সম্প্রতি তার চোখের অপারেশন হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহসীন, সাইদুল ইসলাম, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের উপ দপ্তর সম্পাদক নাফিজ শাহ।