চোখে আঘাত পাওয়া ছাত্রদল নেতাকে দেখতে গেলেন মানবাধিকারকর্মী বিপ্লব

দলীয় কর্মসূচি পালনের সময় চোখে আঘাত পান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরেফিন রিয়াদ। তার খবরাখবর নিতে ছুটে গেছেন মানবাধিকারকর্মী ও দলীয় সহযোদ্ধারা।

রোববার (১৮ মে) বোয়ালখাালীতে রিয়াদের বাড়িতে যান কয়েকজন ছাত্রদল নেতা ও মানবাধিকারকর্মী বিপ্লব পার্থ।

জানা গেছে, দলীয় কর্মসূচি পালনের সময় পুলিশ তাকে বেধড়ক মারধর করে। এ সময় তার চোখ আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু তারপরও চালিয়ে গেছেন আন্দোলন সংগ্রাম। চিকিৎসক পরামর্শ দিলেও দীর্ঘদিন উন্নত চিকিৎসা নিতে পারেননি তিনি। সমস্যা আরও জটিল হওয়ায় সম্প্রতি তার চোখের অপারেশন হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহসীন, সাইদুল ইসলাম, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের উপ দপ্তর সম্পাদক নাফিজ শাহ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm