২৪ ঘণ্টায় নাশকতা মামলার ৩ আসামি গ্রেপ্তার চান্দগাঁওয়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা নাশকতার মামলায় গত ২৪ ঘন্টায় নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ মে) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত চলা অভিযানে গ্রেপ্তাররা হলেন—কক্সবাজার পেকুয়ার সাদ্দাম হোসেন (২৩), চান্দগাঁওয়ের মো. ইমরান হোসেন রবিন (২৫) এবং কর্ণফুলীর মো. হাসান (২৬)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এলাকায় নাশকতা চালানোর অভিযোগে মামলাটিতে ওই তিনজনকে শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm