চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে শুয়ে প্রাণ দিয়েছেন এক বৃদ্ধ। পারিবারিক কলহ থেকেই তিনি আত্মহননের পথ বেছে নেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সোমবার (১৯ মে) দুপুর আনুমানিক দেড়টায় কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে শুয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলা মেম্বার জিনাত রেহেনা, আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দীন এবং রেল লাইনে দায়িত্বরত ইনচার্জ মো. লোকমান।
নিহত ব্যক্তির নাম মো. বাদশা (৫০)। তিনি লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের মজিদার পাড়ার মৃত রজিউল্লাহর ছেলে।
জানা গেছে, বাদশা ট্রেন আসার আগে থেকে রেললাইনের ওপর শুয়ে ছিলেন। পরে দ্রুতগামী চলন্ত ট্রেনের নিচে পৃষ্ট হয়ে তার দেহ ছিন্ন-বিচ্ছন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটকে পড়ে। স্থানীয়রা ও লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তার লাশ সরানো হয়।
নিহত বাদশা দীর্ঘদিন প্রবাসে জীবন অতিবাহিত করেছেন। বর্তমানে দেশের গ্রামের বাড়িতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে যাচ্ছিলেন। তবে তিনি বিভিন্ন সময় পারিবারিক কলহের জেরে চিন্তিত হয়ে অসহায়ভাবে চলাফেরা করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাই স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরে তিনি ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছেন।
ডিজে