ইপিজেডে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন ও ঈদুল আযহার বোনাসের দাবিতে চট্টগ্রাম ইপিজেডের পোশাক কারখানার দুই হাজার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে ইপিজেডসহ আশপাশের এলাকার রাস্তায় তীব্র যানযটের সৃষ্টি হয়। মালিকপক্ষের কোনো সাড়া না পেয়ে আন্দোলনে যেতে বাধ্য হন বলে জানান শ্রমিকরা।

সোমবার (১৯ মে) এমএস মোডিস্ট (সিইপিজেড) লিমিটেডের শ্রমিকরা প্রথমে ফ্যাক্টরির সামনে আন্দোলন করলেও দুপুরের পর সড়কে নেমে পড়েন। দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নগরীর ফ্রিপোর্ট মোড়ে অবস্থান করছিল শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন ঘরমুখী মানুষ ও সাধারণ যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ গত এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস এখনও পরিশোধ করেনি। রোববার তারা কর্মবিরতি পালন করেন। এরপর বেপজা, শিল্প পুলিশ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মালিকপক্ষ রোববারের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু সোমবার দুপুর পর্যন্ত কোনও ঘোষণা না আসায় শ্রমিকরা ফ্রিপোর্ট মোড়ে অবস্থান নেন।

আন্দোলনের বিষয়ে চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। এখনও পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণ রয়েছে। ফ্রিপোর্ট মোড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। আমরা সতর্ক ছিলাম, পরিস্থিতি যেন উত্তপ্ত না হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm