কক্সবাজারের টেকনাফে তুলাতলী এলাকায় মাদক পাচারকারীদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও মাদকসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ মে) ভোররাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের তুলাতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক তিনজন হলেন—মো. ইলিয়াস (৩০), নূর মোহাম্মদ (৬১) ও আব্দুর শক্কুর (৪০)। তারা উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটকদের রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হারুন-অর-রশীদ বলেন, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের ট্রলারকে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারের গতি বাড়িয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং উভয় পক্ষের গোলাগুলিতে আব্দুল শক্কুর (৪০) নামে এক পাচারকারী গুলিবিদ্ধ হয়। পরে কোস্টগার্ড আভিযানিক দল ঘণ্টাব্যাপী ট্রলারকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
বোটে তল্লাশি করে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি ও ৩০হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করা হয়। তাদের অপর চার সহযোগী সাগরে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে আহত মাদক পাচারকারীকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
ডিজে