কক্সবাজারের মহেশখালীতে কথা-কাটাকাটির তুচ্ছ ঘটনার জেরে রশিদ নামে বিএনপিকর্মীকে লাঠির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রশিদ (৫০) কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার লাল মিয়ার ছেলে।
অভিযুক্ত ছাত্রলীগকর্মীর নাম অমিত।
এদিকে দুপুর দেড়টার দিকে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহজনক কামরুল নামে একজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রশিদের নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় একই এলাকার ছাত্রলীগকর্মী অমিতের সঙ্গে দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তার। এ সময় লাঠি দিয়ে আঘাত করেন অমিত। এতে রশিদ মাটিতে লুটে পড়লে স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
নিহত রশিদের ভাইপো জাহেদ জানান, রশিদের সঙ্গে কোনো পূর্ববিরোধ ছিল না অমিতের। অমিতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
ডিজে