চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঢাক-ঢোল পিটিয়ে ও নানান সাজগুজের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে এমন কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে, আনোয়ারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, আনোয়ারা থানাসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে নাচ-গানসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পহেলা বৈশাখের ঐতিহ্য পান্তা-ইলিশের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের এসব কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডিজে