জমি নিয়ে বিরোধ, সালিশি বৈঠকে যুবককে ছুরি মারলো দুর্বৃত্তরা

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশি বৈঠকে এক যুবককে ছুরি মেরেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরলক্ষ্যা ২ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক ছাত্রদলের কর্মী, তার মাথায় ১৩টি সেলাই পড়েছে বলে জানা গেছে।

আহত যুবকের নাম মো. সোহানুর রহমান রোকন (২৫)। তিনি স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদের ছেলে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রোকনের বাবা নুর মোহাম্মদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে তারাবির নামাজের পর একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ পর্যায়ে স্থানীয় মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল ভাড়াটে লোক রোকনকে হত্যার উদ্দেশ্যে মাথায় ছুরিকাঘাত করে। এতে রোকনের মাথায় ১৩টি সেলাই দিতে হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নুর মোহাম্মদ।

স্থানীয় সূত্র জানা গেছে, সালিশি বৈঠকে কেউ একজন লাঠি নিয়ে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm