টিসিবির বিক্রির তালিকায় যুক্ত হচ্ছে নতুন ৫ পণ্য

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিক্রির তালিকায় যুক্ত হচ্ছে নতুন ৫ পণ্য। আগামী নভেম্বর মাস থেকে টিসিবির নতুন এসব পণ্য বিক্রি শুরু হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির পণ্যতালিকায় যুক্ত হওয়া পাঁচ পণ্যের কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দিতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য উপদেষ্টা টিসিবির পণ্যে চাল, মসুর ডাল, ভোজ্যতেল, চিনির সঙ্গে এবার যুক্ত করা হয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।

টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার তথ্য তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা দাবি করেন, এতে বাজারের চাহিদা ও সরবরাহে সমতা তৈরি হয়।

আগামী এক মাসের মধ্যে সিটি কর্পোরেশনসহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান হবে। কার্ড দেওয়ার ক্ষেত্রে তার পরিচয় হোক সে দরিদ্র অসহায় মানুষ, সরকারের সহযোগিতা তার প্রাপ্য বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

বর্তমানে সারাদেশে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের আওতায় আছে ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬ পরিবার। সক্রিয়করণ অপেক্ষমাণ কার্ডের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি পরিবার।

এরমধ্যে চট্টগ্রামে মোট ৫ লাখ ৩৫ হাজার ৫০ পরিবার টিসিবির হাতে লেখা ফ্যামিলি কার্ডের পণ্য পেয়ে আসছিল। এরমধ্যে চট্টগ্রাম মহানগরীতে ৩ লাখ ৩৫ হাজার ৫০ পরিবার এবং ১৫ উপজেলায় ২ লাখ পরিবার। এই ৫ লাখ ৩৫ হাজার ৫০টি ফ্যামিলি কার্ডের মধ্যে এখন পর্যন্ত যাচাই-বাছাই করে ছবিসহ স্মার্ট ফ্যামিলি কার্ড করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৯১৫ টি। এরমধ্যে নগরীতে ৬৫ হাজার ৮৫২টি এবং জেলায় ১ লাখ ৩১ হাজার ৯১৫টি।

আরএ/ডিজে

ksrm