দুদক চট্টগ্রামের পিপি হলেন মোকাররম হোসাইন

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের পেকুয়ার সন্তান অ্যাডভোকেট মোকাররম হোসাইন।

এর আগে তিনি চট্টগ্রামের এডিশনাল পিপি হিসেবে যথেষ্ট সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লিগ্যাল এডভাইজর হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, রক্তস্নাত বিপ্লবের পর নতুন বাংলাদেশে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান থাকতে পারে না। রাস্ট্রপক্ষ দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে থাকবে। প্রসিকিউশনের পক্ষ থেকে দুর্নীতিবাজদের এতটুকুও ছাড় দেওয়া হবে না, ইনশাআল্লাহ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm