চট্টগ্রামে চারদিন পর আবারও ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এক নারীর। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৩ জন।
মৃত নারীর নাম আলম আরা বেগম (৪৫)। চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার (১ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত ১১৩ জনের মধ্যে ৫৩ জন সরকারি ও ৬০ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এনিয়ে চট্টগ্রামে চলতি বছরে ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে শুধুমাত্র জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩১১ জনে।
এছাড়া এখনও পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছে ২৬ জন। এরমধ্যে শুধুমাত্র জুলাই মাসেই মারা গেছে ১৬ জন। এছাড়া মারা যাওয়া রোগীদের অধিকাংশ শিশু।
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২ হাজার ৬৩৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন ২৫৩ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াছ হোসেন চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘৩০ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৫ বছর বয়সী আলম আরা বেগম। ওইদিন রাতেই মারা যান তিনি। আলম আরা বেগমের কিডনি, হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত শারিরীক সমস্যা ছিল। মূলত অন্যান্য শারীরিক সমস্যাজনিত ব্যক্তিরা ডেঙ্গুতে আক্রান্ত হলে সারভাইভ করা যাচ্ছে না। আমরা ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ সতর্কতা পালন করছি। নির্দেশনা দিয়েছি সব স্বাস্থ্য কর্মকর্তাদের।’
আইএমই/ডিজে