চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের নয়া পাড়ায় রোববার (৯ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে হঠাৎ ছুটে আসে চিৎকারের শব্দ। দরজা খুলে বের হয়ে আসা প্রতিবেশীরা দেখতে পান গলার কাছে ছুরি নিয়ে ছটফট করছেন আহমেদ হোসেন, বয়স তার ৫২। কয়েক মুহূর্ত আগে পারিবারিক কলহের জেরে অটোরিকশা চালক তার ছেলে ছুরি চালিয়েছে গলায়—এমন দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় এলাকা। বাবা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান, আর ছেলে ততোক্ষণে পলাতক।
ঝগড়া থেকে মৃত্যু
পারিবারিক বিরোধের কারণে রিয়াদ হোসেন, বয়স ২৩, স্ত্রীকে নিয়ে বাড়ির পাশেই ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি অটোরিকশা চালক। স্থানীয়দের ভাষ্যমতে, রোববার রাতে আবারও কলহ শুরু হলে কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াদ ছুরি দিয়ে বাবার গলায় আঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহমেদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বক্তব্য
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মিরাজ জানান, গলার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতেই আহমেদ হোসেনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তিনি হাসপাতালে আনার আগেই মারা যান।
পুলিশের অনুসন্ধান
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, রিয়াদের বিয়ের পর থেকেই পারিবারিক কলহ শুরু হয় এবং ধীরে ধীরে বাবার সঙ্গে মনোমালিন্য বাড়ে। রোববার রাতে ঝগড়ার একপর্যায়ে ছেলে ছুরি দিয়ে বাবার গলায় আঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পর বাবার মৃত্যু হয়।
অভিযুক্ত ছেলেকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।


