জাপানের ওসাকায় আন্তর্জাতিক কারাতে ড্যান পরীক্ষা ও সেমিনারে বাংলাদেশের ডেভিড গোমেজ গৌরবোজ্জ্বল সাফল্য পেয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) ওসাকা প্রিফেকচারের বিখ্যাত বোদোকান দোজোতে অনুষ্ঠিত এ পরীক্ষায় তিনি তৃতীয় ড্যান ব্ল্যাক বেল্ট এবং অফিসিয়াল লাইসেন্স অর্জন করেন। বিশ্বের নানা দেশের খ্যাতনামা কারাতেকা ও প্রশিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের প্রতিনিধিত্ব করেন চট্টগ্রামের কারাতেকা ডেভিড গোমেজ।
সিতোরিউ-শিকোকাই কারাতে-দো ইউনিয়ন জাপান আয়োজন করে আন্তর্জাতিক এই পরীক্ষা ও সেমিনারের। তৃতীয় ড্যান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে ডেভিড গোমেজ দেশের জন্য নতুন সম্মান অর্জন করেন। একই পরীক্ষায় অংশ নিয়ে আরিয়ানা দেশনা রাজর্ষি গোমেজ সফলভাবে চতুর্থ কিউ পরীক্ষায় উত্তীর্ণ হন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়নের প্রেসিডেন্ট ও গ্র্যান্ড মাস্টার হ্যান্সি মাসাহিত ইয়াজু। তিনি ১০ম ড্যানধারী এবং বিশ্ব কারাতে ফেডারেশন ও জাপান কারাতে ফেডারেশনের কর্মকর্তা। তার সঙ্গে চেয়ারম্যান কিয়োশি হোমারে তাকেদা দায়িত্ব পালন করেন, যিনি ৮ম ড্যান কারাতেকা। পরীক্ষা ও সেমিনারে উপস্থিত ছিলেন সেন্সি মেশানো হামামতো এবং সেন্সি তোমকি উড়াকাওয়া সহ অন্যান্য সিনিয়র মাস্টাররা।
দীর্ঘ প্রস্তুতি আর কঠোর পরিশ্রম শেষে উত্তীর্ণদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। বাংলাদেশের কারাতে অঙ্গনে ডেভিড গোমেজের এই অর্জন নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

