চট্টগ্রামে ‘মিডিয়া ক্রিকেট ফেস্ট’র রেজিস্ট্রেশন শুরু

চট্টগ্রামের সাংবাদিক,মডেল, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা-অভিনেত্রীদের অংশগ্রহণে ‘চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট ২০২৫’ এর দামামা বেজে ওঠেছে। ইতোমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রমও।

এর আগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টের তিনটি আসর। এবারের চতুর্থ আসরে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে। ফ্রাইন্সাইজি গুলো হলো—বারকোড গ্রুপ, ডাফ্ট, এমঅ্যান্ডএম বিজিনেস কমিউনিকেশন, ওআর গ্রুপ অব কোম্পানিজ, ওয়াসিস আউটফিট ও চট্টগ্রাম হারবিঞ্জারস। রেজিস্ট্রেশনকৃত খেলোয়াড়দের মধ্য থেকে প্লেয়ার ড্রাফটিংয়ের মাধ্যমে প্রতিটি দলে অন্তর্ভুক্ত করা হবে ক্রিকেটারদের।

এবারের আসরের বড় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বজরা বাজারের জাকির চরিত্রে অভিনয় করা অভিনেতা পাভেল এবং চট্টগ্রামের সন্তান অভিনেতা ইরফান সাজ্জাদ। এছাড়াও অংশ নিচ্ছেন আরও অসংখ্য মিডিয়া তারকা ও কনটেন্ট ক্রিয়েটর।

টুর্নামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান তানভির হায়দার বলেন, ‘চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট সিজন ফোরের রেজিস্ট্রেশন চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে হবে কাজীর দেউড়ি মোড়স্থ শপিং ব্যাগ ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘দ্যা রেড লবস্টার’ এ।’

তিনি আরও বলেন, ‘এই আয়োজনের লক্ষ্য চট্টগ্রামের মিডিয়া পেশাজীবী ও শিল্পীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং খেলাধুলার মাধ্যমে ইতিবাচক মনন গঠন।’

ksrm