খুন-খারাবি, চেক প্রতারণাসহ একাধিক মামলার তথ্য গোপন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদ বাগিয়ে নেন সৈয়দ ইমরান। তবে বেশিদিন স্থায়ী হয়নি তার পদ, বহিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় কমিটি।
রোববার (৯ নভেম্বর) এনসিপি থেকে পাঠানো এক বিবৃতিতে সাময়িক বহিস্কারের তথ্যটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
জানা গেছে, বহিষ্কৃত এনসিপি নেতা সৈয়দ ইমরানের বিরুদ্ধে খুন, প্রতারণাসহ একাধিক মামলা ছিল। মামলার এসব তথ্য গোপন রেখেই সংগঠনে বড় পদে ঠাঁই হয় ইমরানের। এনিয়ে চট্টগ্রাম প্রতিদিন ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়।
খবর প্রকাশের পরই নড়েচড়ে বসে এনসিপি। ইমরানের অসংখ্য অনিয়ম ও গোপন তথ্য ফাঁস হওয়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বিবেচনায়, তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এনসিপি।

