চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীতে সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের প্রধান কার্যালয়ে ত্রিমাত্রিক সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২২ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
শুরুতেই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শিমুল দাশের সভাপতিত্বে এবং সহ-অধ্যক্ষ রিয়া দাশের সঞ্চালনায় আয়োজনের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীব পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন রুবেল চৌধুরী ও সাংবাদিক বাচ্চু বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন নয়ন সাহা এবং তবলা প্রশিক্ষক পলাশ দে। প্রায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুরপঞ্চম শুধু গানের বিদ্যালয় নয়, এটি সংস্কৃতির ভান্ডার। গান, আবৃত্তি, তবলা, গিটার, নাচ ও চিত্রাঙ্কন—সব ধরনের শিল্পচর্চার আলো ছড়িয়ে দিতে হবে। সংগীত মানুষের ধ্যানধারণা বদলে দেয়, গানের প্রতি ভালোবাসা মানুষকে বেঁচে থাকার শক্তি জোগায়।



