খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মরহুমা ডালিয়া নাজনীন নাসির, নুসরাত নাজনিন নাসির, শামসুন্নাহার বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) বিকালে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শামসুল আলম।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য সাজ্জাদ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা আখতার খান।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন বেসরকারি কারা পরিদর্শক ও সাবেক চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি এমএ রাজ্জাক।

আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য খালেদ সাইফুল্লাহ, সদরঘাট থানা বিএনপির সাবেক সহ-সভাপতি এরশাদ উল্লাহ কোরায়শি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, সহ যোগাযোগ সম্পাদক মেজবাহউদ্দিন মিন্টু, মোহাম্মদ ইদ্রিস, জাহেদুল ইসলাম, জসীম উদ্দিন খাঁন, শফিকুর রহমান, মো শহিদুল্লাহ, ইফতেখার উদ্দিন, সানজিদুল আলম ফয়সাল, শাহাদাত হোসেন নাবিল, নাঈম ফয়সাল, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদল নেতা গোলাম রাব্বানী, মোহাম্মদ জুয়েল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের শেখ সাদী, রাশেদুল হক জুয়েল, মোহাম্মদ আলাউদ্দিন, আনোয়ার হোসেন সুজন, ওমর ফারুক ভূঁইয়া, মোহাম্মদ তহিদুল ইসলাম, পারভেজ ইসলাম, আজফার ইকতিদার, জাহিদুল আলম নিপু, মানিক খান, মোহাম্মদ হাসান, সোহরাব হোসেন সৌরভ, ফরহাদ চৌধুরী সুমন, সঞ্জয় দাশগুপ্ত।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm