কক্সবাজারের টেকনাফে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি রোহিঙ্গাদের নিয়ে ডুবে যাওয়া একটি নৌযানে উদ্ধার অভিযানে ছিলেন। এর আগে একই দুর্ঘটনায় শিশুসহ চার রোহিঙ্গা নিহত হন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো পাঁচে।
নিহত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ বেলাল। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরের কাজিয়াতল এলাকায়। তার দুটি মেয়েসন্তান রয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের জিরো পয়েন্ট সৈকত এলাকায় লাশটি ভেসে আসে। এর আগে শনিবার ভোরে সাগরে পড়ে নিখোঁজ হন বেলাল।
তবে এখনও পর্যন্ত ১১ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানান টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছ দিয়ে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের একটি নৌকা অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে প্রবেশ করছিল। পথে প্রবল স্রোতে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে সেখানে যান। তারা ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। এ সময় বিজিবির সদস্য বেলাল সাগরে পড়ে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
রোববার দুপুরে লাশটি সাগরে ভাসতে দেখা গেলে পরে কোস্টগার্ড সেটি উদ্ধার করে।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, সাগরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার হয়। সেটি কূলে নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডিজে