চট্টগ্রাম নগরীতে এক ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যাংক কর্মকর্তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় নিহতের ভাই একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত ব্যাংক কর্মকর্তা জাফর আলী চৌধুরী (৪৩) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরের বাসিন্দা ছিলেন। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কদমতলী শাখায় সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।
গ্রেপ্তার হওয়া তার স্ত্রী রোমানা ইসলাম (৩৪) নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ‘বি’ ব্লকের একটি ভাড়া ফ্ল্যাটে তার সঙ্গে বসবাস করতেন।
শনিবার (২২ মার্চ) রাতে খবর পেয়ে পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জাফরের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের গলায় কালো দাগ, হাতে নখের আঁচড়, কানে জমাটবাঁধা রক্ত এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। নিহতের পরিবার অভিযোগ করেছে, তাকে তার স্ত্রী হত্যা করেছেন।
রোববার দুপুরে নিহতের ভাই আবুল হাসনাত চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রোমানাকে একমাত্র আসামি করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘রোমানা দাবি করেছেন, তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এর আগে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। তবে জাফরের ভাই-বোনরা বলছেন, তাকে রোমানা হত্যা করেছে।’
তিনি আরও বলেন, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। এখনই চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’