ক্রেতা সেজে চট্টগ্রামের দুুই ব্যবসা প্রতিষ্ঠানের প্রতারণা হাতেনাতে ধরেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা। দেশীয় কারখানায় তৈরি পাঞ্জাবি ‘ইন্ডিয়ান’ ট্যাগ লাগিয়ে দুই থেকে ৩০ হাজার টাকা দামে বিক্রি করছিল প্রতিষ্ঠান দুটি। এমন প্রতারণার দায়ে দুই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠান দুটি হচ্ছে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের ‘সেলিম পাঞ্জাবি মিউজিয়াম’ এবং ‘পরীস্থান’।
শনিবার (১৫ মার্চ) দুপুরে এ অভিযান নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।
অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, চট্টগ্রামের নামকরা দুই প্রতিষ্ঠান সেলিম পাঞ্জাবি মিউজিয়াম ও পরিস্থান দেশীয় পাঞ্জাবি ইন্ডিয়ান বলে বিক্রি করছিল—এমন অভিযোগ পেয়ে আমরা অভিযান চালানো হয়। আমাদের দুই কর্মী ক্রেতা বেশে দোকান দুটিত যান। তারা পাঞ্জাবি দরদাম করছিলেন। ইন্ডিয়ান শোনার পর ইন্ডিয়া থেকে কিভাবে এনেছেন, কোনো ক্রয় ভাউচার আছে কি-না, জানতে চান আমাদের দুই কর্মী। এরপর তাদের প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
এরপর আমাদের টিম দোকানে গেলে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করে। দোকানিরা জানান, পাঞ্জাবিগুলো ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন কারখানায় দেশীয় কাপড়ে তৈরি। দোকানে আনার পর তারা ‘ইন্ডিয়ান’ ট্যাগ লাগিয়ে সেগুলো বিক্রি করছে। এসব পাঞ্জাবি মানভেদে দুই হাজার থেকে ৩০ হাজার টাকা দামে বিক্রি করা হয়।
ডিজে