পটিয়ায় পাহাড়ি বাগান থেকে ৩ কৃষককে অপহরণ, ২ লাখ ৭০ হাজারে মুক্তি

চট্টগ্রামের পটিয়ায় পাহাড়ে বাগানের কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হয়েছেন তিন কৃষক। তবে পরিবার থেকে ২ লাখ ৭০ হাজার টাকা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার কেলিশহর ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রাতে মুক্তি পান তিনজন।

ভুক্তভোগীরা হলেন— মো. নাছের (৪০), পলাশ শীল (৩৩) ও রাজু শীল (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তারা পাহাড়ের মধ্যে বাগানে কাজ করতে গেলে সশস্ত্র সন্ত্রাসীরা তাদের আটক করে পাহাড়ের গভীরে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে পলাশ ও রাজুর পরিবারের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং নাছেরের পরিবারের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে আদায় করা হয়। রাত সাড়ে ১১টার দিকে তিনজনকেই ছেড়ে দেয় অপহরণকারীরা।

পলাশ শীলের ভাই বিপ্লব শীল বলেন, ‘ওদের মারধর করা হয়েছে। ফোনে বারবার হুমকি দিয়ে টাকা দাবি করেছে। বলেছে, টাকা না দিলে মেরে ফেলা হবে।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ঘটনাটি শোনার পর তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm