আফমি প্লাজার ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকা অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের আফমি প্লাজা শপিংমলের পাঁচ দোকানিকে এক লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) পাঁচলাইশসহ কর্ণেলহাট কাঁচাবাজার, এবং চৌধুরীপাড়া বাজার (হালিশহর, আগ্রাবাদ) এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

অভিযানে আফমি প্লাজার কসমেটিকস ওয়ার্ল্ড, এভার সাইন, হেরলেন, আর ফ্যাশনসহ চারটি কসমেটিকস দোকান এবং ইলোশন নামে একটি কাপড়ের দোকানকে বিএসটিআই আইন, ২০১৮-এর বিভিন্ন ধারার লঙ্ঘনের দায়ে ৫টি মামলায় মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কর্নেলহাট কাঁচাবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান সহিদ এবং ইজাহারুল আহম্মেদ শিহাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে চৌধুরীপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন বিধি লঙ্ঘনের কারণে ২টি মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান পরিচালনা করেন আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm