চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মশার উপদ্রব রোধে প্রতিদিন দু’বার ওষুধ ছিটানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ওষুধ সংগ্রহ, যন্ত্রপাতি সংযোজন ও নতুন কৌশল উদ্ভাবনেরও নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ মার্চ) টাইগারপাস সিটি কর্পোরেশন কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় তিনি আরও ঘোষণা দেন, কর্তৃপক্ষকে অবহিত না করে যৌক্তিক কারণ ছাড়া কেউ ৭ কর্মদিবস অনুপস্থিত থাকলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।
মেয়র বলেন, ‘মশার ওষুধের পূর্বের ঘাটতি মেটাতে প্রয়োজনীয় পরিমাণ ওষুধ সংগ্রহ করা হয়েছে। বর্তমানে মশার প্রকোপ বেড়ে যাওয়ায় প্রতিদিন দু’বার ওষুধ ছিটানো হচ্ছে যাতে ডেঙ্গু ও কিউলেক্স মশার বিস্তার নিয়ন্ত্রণে থাকে।
তিনি জানান, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম মাঠ পর্যায়ে তদারকি করছেন এবং প্রতিটি ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ঠিকাদারদের নির্মিত অস্থায়ী বাঁধের কারণে কোথাও হঠাৎ পানি জমে গেলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্যও নির্দেশ দেন তিনি।
মেয়র জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, জনগণের সচেতনতা বাড়ানো জরুরি। আমরা মশার উৎপত্তিস্থল ধ্বংস না করতে পারলে কার্যকর প্রতিরোধ সম্ভব নয়। তাই ডেঙ্গু প্রতিরোধে নালা, ঝোপ-ঝাড় পরিস্কার রাখা, লিফলেট বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। কোথাও ডাবের খোসা, বালতি বা নির্মাণ সামগ্রী জমিয়ে রাখা যাবে না, যাতে মশার লার্ভা জন্ম নিতে না পারে।
সভায় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেজে/ডিজে