চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির তিনটি সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এবং সাংগঠনিক জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে মীরসরাই উপজেলা, মীরসরাই পৌরসভা এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় পুনর্গঠন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই তিনটি কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এর আগে ১২ মার্চ চট্টগ্রাম নগরীতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানের উপস্থিতিতে বিভাগীয় পুনর্গঠন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
কমিটি বিলুপ্তির বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার জানান, সাংগঠনিক কিছু সংকট ও বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় পুনর্গঠন কমিটির সভায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, প্রায় দুই বছর আগে আহ্বায়ক কমিটিগুলো গঠন করা হলেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি। এছাড়া গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সেখানকার নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগ ওঠে।
জেজে/ডিজে