প্যারাসেইলিং থেকে ছিটকে ঝাউগাছে ঝুলছিল পর্যটক, ভয়াবহ দৃশ্য কক্সবাজারে

কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং থেকে এক পর্যটক ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। ওই পর্যটককে ঝাউঘাছের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। তবে তিনি কোনো আঘাত পাননি বলে জানা গেছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে দরিয়ানগর সৈকতের ‘স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস’ পরিচালিত প্যারাসেইলিং রাইডে এই দুর্ঘটনা ঘটে।

আহত পর্যটকের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর রোববার থেকে সৈকতের সব ধরনের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রাখে জেলা প্রশাসন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে একজন যুবক প্যারাসেইলিংয়ে ওপরে ওঠেন। প্যারাসেইলিং হঠাৎ সমুদ্রের দিক থেকে পূর্ব দিকে ঝাউবাগানের ওপর উড়তে উড়তে চলে আসে। এরপর নিচের দিকে নামতে নামতে সেটি ঝাউগাছের ওপরে আটকে যায়। ওইসময় পর্যটক যুবক বেশ কিছুক্ষণ আটকে ছিলেন। পরে প্যারাসেইলিংকর্মীরা তাকে ঝাউগাছ থেকে নামিয়ে আনেন।

স্যাটেলাইট ভিশন সি স্পোর্টসের ব্যবস্থাপক নুর মোহাম্মদ জানান, প্যারাসেইলিং উড়াতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয়। ওই পর্যটক নির্দেশনা অনুসরণ করতে পারেননি। আকাশে ওঠার আগে তাকে নিয়ম শিখিয়ে দেওয়া হয়। এজন্য নিয়ন্ত্রণ হারিয়ে তিনি প্যারাসেইলিং নিয়ে ঝাউবাগানের ওপর গিয়ে পড়েন। তবে তিনি কোনো আঘাত পাননি।

প্যারাসেইলিং রোমাঞ্চকর হলেও এটি এখন বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত ২০ মে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় সমুদ্রের পানিতে পড়ে আহত হয়েছিলেন একজন নারী পর্যটক। ওইসময় জেলা প্রশাসন প্যারাসেইলিং কার্যক্রম কিছুদিন বন্ধ রাখলেও পরে আবার চালু হয়। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হিমছড়ি ও দরিয়ানগর সৈকতে ৫টি প্রতিষ্ঠান পর্যটকদের জন্য প্যারাসেইলিং পরিচালনা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম খান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, প্রতিষ্ঠানটিকে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত লোকবল নিয়োগ, সঠিকভাবে পরিচালনার করার ব্যবস্থা না করা পর্যন্ত এটি বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm