বাকলিয়ায় ভাড়া বাসায় নকল জুসের কারখানা, বিক্রি হয় নগরজুড়ে

চট্টগ্রামের বাকলিয়ায় বাসা ভাড়া নিয়ে গড়ে তোলা হয়েছে নকল জুসের কারখানা। প্রতিদিন ক্ষতিকর কেমিক্যালের মিশিয়ে বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের জুস তৈরি করে সরবরাহ করা হচ্ছে নগরজুড়ে। এ কারখানা পরিচালনা করার কোনো বৈধ কাগজপত্রও নেই। আড়াই লাখ টাকার সরঞ্জামসহ পুলিশের অভিযানে ধরা পড়েছে এ নকল জুস ব্যবসায়ী।

গ্রেপ্তার ব্যক্তির নাম মিজানুর রহমান (২৬)। তিনি কক্সবাজার চকরিয়ার মৃত হাবিবুল ইসলামের ছেলে।

সোমবার (১৯ মে) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, বাকলিয়ার নতুন ব্জরি আনসার প্লটের ‘খালেদার মা’র কলোনিতে মিজানুর রহমান ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে বাসায় নকল জুস তৈরির কারখানা গড়ে তোলেন। ছিল না কোনো বৈধ কাগজপত্র। ক্ষতিকর কেমিক্যালের মিশিয়ে বিভিন্ন জুস তৈরি করে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তিনি। অভিযান চালিয়ে আড়াই লাখ টাকার বিভিন্ন ব্র্যান্ডের নকল জুস বানানোর সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

বাক‌লিয়া থানার ওসি ইখ‌তিয়ার হো‌সেন বলেন, ভাড়া বাসাকে কারাখানা বানিয়ে নকল জুস তৈরি করে বাজারজাত করছিল মিজানুর। এ অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm